শালিখায় বালিকা বিদ্যালয়ে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১৫:৩০
শালিখায় বালিকা বিদ্যালয়ে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
শালিখা(মাগুরা)প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তারুণ্যের উৎসব "এসো দেশ বদলায় পৃথিবী বদলায়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷


বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় এই উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়৷


এরপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এতে সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লাবনী পারভীন৷


প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সী মনিরুজ্জানান চকলেট৷


অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, প্রধান শিক্ষক আবুল হোসেন৷ অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক সুরাইয়া পারভীন৷ অভিভাবক সদস্য শফিক মন্ডল, সহকারী শিক্ষক আবু সেলিম, তয়েবুর রহমান, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, ছাত্র উপদেষ্টা ফারহান ইসলাম শাকিল ৷


সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রামপ্রসাদ রায় ও আশালতা বিশ্বাস৷


বিবার্তা/মনিরুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com