
নড়াইলে জাহাজের সুকানি সাব্বির আহম্মেদ হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন ও একজনকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে নড়াইলের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।
যাবজ্জীবন কারাদন্ড আসামিরা হলেন, পটুয়াখালী জেলার চামটা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে ফারুক হোসেন খান ও পিরোজপুর জেলার শিয়ালকাঠি গ্রামের মৃত আমজেদ হোসেন হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম। এছাড়া ৭ বছরের কারাদন্ড পাওয়া আসামি ঢাকা জেলার দারুসসালাম থানার ১৮/বি প্রথম কলোনি, লালকুঠি মাজার রোডের মৃত আবু জাফর ইকবালের ছেলে সাজ্জাদ হোসেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর দুপুরে মেহেরিন সাদ জাহাজ নিয়ে সুকানি সাব্বির আহম্মেদ জাহাজের কর্মরত অন্যান্যদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে নড়াইলের নড়াগাতি থানার বড়দিয়া ঘাটে অবস্থানকালে সাব্বির আহম্মেদকে তার সহকর্মী আসামিরা রাতের কোনো এক সময়ে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বাসরোধ করে হত্যা করে নদীতে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে গত ৩ অক্টোবর নড়াগাতি থানায় মরদেহ দেখে শনাক্ত করে বাদী মো.মহিদুল ইসলাম ওই বছরের ৪ অক্টোবর নড়াগাতি থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় বিচারিক আদালতে বাদী পক্ষের ১২ জনের সাক্ষ্য ও আসামি পক্ষের ২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায়ের ধার্য দিনে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক এ আদেশ দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় পিরোজপুর জেলার শিয়ালকাঠি গ্রামের মৃত আমজাদ হোসেন হাওলাদারের ছেলে শহিদুল ইসলামকে খালাস প্রদান করেন আদালত।
নড়াইল আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবার্তা/শরিফুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]