নাচোলে চাঁদাবাজি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১৭:৩৪
নাচোলে চাঁদাবাজি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চাঁদাবাজি মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ।


২০ জানুয়ারি, সোমবার উপজেলার ভেরিন্ডি বাজারে স্থানীয়রা তাকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে তাকে থানায় নেয়া হয়। বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।


স্থানীয় সূত্রে জানা যায়, নাচোল ইউপির ভেরেন্ডি গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেমসহ তার সহযোগীরা বিভিন্ন সময় মতিউর রহমানের নিকট চাঁদা দাবি করে আসছিলো। কিন্তু সে চাঁদা দিতে অস্বীকার করায় গত ২৭ ডিসেম্বর সকাল ১০টার দিকে আওয়ামী লীগ নেতা জেম তার দলবল নিয়ে ওই কোচিং সেন্টারে ভাঙচুর ও গচ্ছিত ইট লুটপাট করে নিয়ে যায় এবং মতিউরকে মারপিট করে। এ বিষয়ে মতিউরের স্ত্রী রওশন আরা জেম আলীসহ মোট ১৪ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।


নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, নাচোলের ভেরিন্ডি বাজারে হাটের জায়গায় কোচিং সেন্টার নির্মাণ করার জন্য রাখা ইট সরিয়ে নেয়া ও ভাঙচুর করা নিয়ে বিরোধের জেরে তাকে আটক করে স্থানীয়রা। এ ঘটনায় ওই কোচিং সেন্টারের মালিক মতিউর রহমানের স্ত্রী রওশন আরা মামলা করেন। মামলায় আওয়ামী লীগ নেতা জেম আলীসহ ১০ জনের নাম উল্লেখ করে মোট ১৪ জনকে আসামি করা হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি মনিরুল ইসলাম।


বিবার্তা/লিটন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com