নাটোরে সড়কে ঝরল ৩ মোটরসাইকেল আরোহীর প্রাণ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১৩:০৮
নাটোরে সড়কে ঝরল ৩ মোটরসাইকেল আরোহীর প্রাণ
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে।


মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে দুর্ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি মো. নুরুজ্জামান।


নিহতরা হলেন- উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শ্রী শিবেনের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), শ্রী রতনের ছেলে স্বপন (১৯) ও সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)। তারা তিন বন্ধু।


স্থানীয়রা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। সেকচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান নিহত হন। গুরুতর আহত স্বপনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।


লালপুর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজন ঘটনাস্থলেই নিহত হন। আর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন। তারা বিষয়টি নিয়ে কাজ করছেন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com