
মাগুরার শালিখায় বিএনপির ৩ অঙ্গ-সংগঠনের সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এ কর্মী সভার আয়োজন করে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন, মাগুরা জেলা বিএনপির আহবায়ক মোঃ আলী আহম্মেদ।
বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিচুর রহমান মিল্টন মুন্সী, মোজাফফর হোসেন টুকু, ইমদাদুল হক সোনা কাজী, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চকলেট, বিএনপি নেতা শহিদুজ্জামান শহিদ।
এছাড়াও বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল ও জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অধিকাংশ বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের দোষরদের সাথে যারা মিল করে চলেছেন তাদের জায়গা দলে হবে না। আন্দোলন সংগ্রামে অনেকের খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এখন তারা দলে ভিড়ে বিভিন্ন রকম কুকর্ম করে দলের মান ক্ষুণ্ণ করছে। তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান বক্তারা।
বিবার্তা/মনিরুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]