
চুয়াডাঙ্গায় মাঘের শুরুতেই আবার জেঁকে বসেছে শীত। কুয়াশা আর ঠান্ডা বাতাসে জনজীবনে শীত অনুভূত হচ্ছে। দুএকদিনের মধ্যে জেলায় তাপমাত্রা আরও হ্রাস পাবে বলে জানায় আবহাওয়া অধিদফতর।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ সকাল থেকে আকাশ কুয়াশাচ্ছন্ন রয়েছে। বইছে ঠান্ডা বাতাস। ঠান্ডা বাতাসের কারণে জনজীবনের শীত অনুভূত হচ্ছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে কম বের হচ্ছে। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেয়ার চেষ্টা করছেন তারা। খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষগুলো বেশি বিড়ম্বনায় পড়েছেন। ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। সড়কে মানুষের উপস্থিতিও কম।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]