পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১৩:০৯
পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জের কাশিয়ানীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবি করায় বিএনপির এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। আসামি নিয়ামুল হোসেন মিলন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক।


বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে একই এলাকার শিল্পী বেগম নামে এক নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


জানা গেছে, গত ১৭ ডিসেম্বর উপজেলার বাথানডাঙ্গা এলাকা থেকে একটি নাম্বারপ্লেটবিহীন প্রাইভেটকার উদ্ধার করে কাশিয়ানী থানা পুলিশ। পরে ওই প্রাইভেটকারটির মালিক খুঁজে না পাওয়ায় কাশিয়ানী থানা পুলিশ আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করে জব্দ দেখিয়ে আদালতে প্রেরণ করে। এঘটনায় কারো বিরুদ্ধে কোনো মামলা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ পুলিশ সুপার ও কাশিয়ানী থানা পুলিশের নাম ভাঙিয়ে মামলার বাদী ওই নারী শিল্পী বেগমের কাছে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করে ওই বিএনপি নেতা। চাঁদা দাবির একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে সর্বত্র। এই ঘটনায় ওই বিএনপি নেতাকে নিয়ে সংবাদ প্রকাশ হয় গণমাধ্যমে। পরে গতকাল বৃহস্পতিবার ওই নারী শিল্পী বেগম বাদী হয়ে বিএনপি নেতা নিয়ামুল হোসেন মিলনকে আসামি করে চাঁদাবাজির অভিযোগ এনে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেন।


কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরে শিল্পী বেগম বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামি করা হয়েছে একজনকে। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান। দ্রুতই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হব।


এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম বলেন, মামলা যেহেতু হয়েছে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব এবং সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com