
পিরোজপুরের নাজিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে শেখ মাঠিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম মিনাকে তার দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।
মাসুমের বিরুদ্ধে গত ৫ আগস্টের পর থেকে জমি দখল, চাঁদাবাজি, মারামারি, অমানবিক নির্যাতন, জোরপূর্বক জমির ফসল কেটে নেওয়া ও খাসজমি দখলের অভিযোগ রয়েছে।
এ নিয়ে সংবাদ প্রকাশ করার পর নাজিরপুর উপজেলা বিএনপি এই সিদ্ধান্ত নেয়।
বিবার্তা/মশিউর/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]