
চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আরও পাঁচটি মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালত নির্দেশ দিয়েছেন।
১২ জানুয়ারি, রোববার, চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম এই আদেশ দেন। এদিন সকালে সাবেক সংসদ সদস্য নদভীকে চট্টগ্রাম জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হয়।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান জানিয়েছেন, লোহাগাড়া থানার তিনটি মামলা এবং সাতকানিয়া থানার দুটি মামলায় পুলিশ সাবেক সংসদ সদস্যকে গ্রেফতার দেখানোর আবেদন জানায়। শুনানি শেষে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে তাকে এসব মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।
এছাড়া, লোহাগাড়া থানার দুটি মামলায় পুলিশ তার সাত দিনের রিমান্ড আবেদন করে, কিন্তু আদালত তা নামঞ্জুর করেন। সাবেক সংসদ সদস্য নদভীর আইনজীবী তার ক্লাইন্টের জন্য কারাগারে ডিভিশন এবং চিকিৎসার ব্যবস্থা করার আবেদন করেন। আদালত কারাবিধি অনুযায়ী জেল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
গত ১৫ ডিসেম্বর, ঢাকার উত্তরা এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে গ্রেফতার করে। এরপর, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় তাকে একদিনের রিমান্ডে নেয় পুলিশ। ১৭ ডিসেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত।
আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী একসময় আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইসি) অধ্যাপক ছিলেন। তিনি ২০১৪ এবং ২০১৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে, চলতি বছরের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের কাছে পরাজিত হন।
বিবার্তা/জাহেদ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]