নিখোঁজের চার দিন পর সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ২১:৫৯
নিখোঁজের চার দিন পর সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নিখোঁজের চার দিন পর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় আব্দুল বারেক (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।


১১ জানুয়ারি, শনিবার বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কালিতলা এলাকায় পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত আবদুল বারেক শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের ছোট কোকরন্ড গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় আরুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।


হরিরামপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন সাবেক ইউপি সদস্য আবদুল বারেক। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজকে সকালে কালিতলা এলাকায় পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে বিকেল ৪টার দিকে বারেকের মরদেহ উদ্ধার করে ফরিদপুরের কোতোয়ালি নৌপুলিশ ফাঁড়ি।


স্থানীয় আরুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য মো. জয়নাল আবেদীন বলেন, সাবেক ইউপি সদস্য আবদুল বারেক ব্যবসায়ী ছিলেন। স্থানীয় বাজারে ওএমএস ডিলারের চালের ব্যবসা করতেন। শখের বসে মাঝেমধ্যে বাড়ির পাশে পদ্মা নদীতে মাছ ধরতেন বারেক। তবে গত মঙ্গলবার মাছ ধরতে নদীতে গিয়ে নিখোঁজ হন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের কোতোয়ালি নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক নাসিম আহমেদ বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com