
রাজবাড়ীর গোয়ালন্দে মাদক কারবারিকে ধরতে গিয়ে ৩ টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড গুলি ও শূন্য তিনটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। তবে পালিয়ে গেছে মাদক কারবারি।
বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সম্রাট নগর বাজারে মাদক কারবারি সাদ্দাম হোসেনের ড্রেজারের পাইপ ঘর থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার এসআই মাহবুব, এসআই জুয়েল, এসআই সেলিম সঙ্গীও ফোর্স সহ মাদক কারবারি সাদ্দাম হোসেন কে গ্রেফতারের জন্য গোধূলি পার্কের সামনে অবস্থান নেয়।এসময় সাদ্দাম পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেল নিয়ে সম্রাট নগর বাজারে পৌঁছে তার ড্রেজারের পাইপ ঘরে মোটরসাইকেল রেখে কৌশলে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ তার পিছু নিয়ে সম্রাট নগর বাজারে পৌঁছে তার ড্রেজারের পাইপ ঘরে তল্লাশি করে সেখান থেকে তিনটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি ও শূন্য তিনটি ম্যাগজিন উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন বলেন,মাদক কারবারিকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তাকে ধরতে পারলে হয়তো জানা যাবে আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগজিন সেখানে আসলো কি করে।
বিবার্তা/মিঠুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]