আন্তর্জাতিক উদ্বেগ: সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর মুক্তি ও ন্যায়বিচার দাবি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১৫:৫৪
আন্তর্জাতিক উদ্বেগ: সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর মুক্তি ও ন্যায়বিচার দাবি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (IPU) এবং পার্লামেন্টারিয়ানস ফর গ্লোবাল অ্যাকশন (PGA) চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ.বি.এম. ফজলে করিম চৌধুরীর মুক্তি এবং তার ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে।


পাশাপাশি, যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO) বাংলাদেশের সরকারকে বিচার প্রক্রিয়ায় আইনের শাসন বজায় রাখা এবং মানবাধিকার রক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেছে।


IPU, যা জাতীয় সংসদগুলোর বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা এবং যার সদস্য সংখ্যা ১৮০টি। এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত। অন্যদিকে, পার্লামেন্টারিয়ানস ফর গ্লোবাল অ্যাকশন (PGA), বিশ্বের ১৩৯টি দেশের প্রায় ১,২০০ সংসদ সদস্যের নেটওয়ার্ক, সংস্থা দুটি সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।


এর আগে গত ১২ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে বিজিবি কর্তৃক ফজলে করিম চৌধুরীকে আটক করা হয়। বিজিবি জানায়, তিনি ‘অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময়’ আটক হন। পরে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়। ১৯ সেপ্টেম্বর তাকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়।


এছাড়া, ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, জমি দখলসহ ১০টি মামলা রয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।


যুক্তরাজ্যের FCDO এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এ ঘটনায় বাংলাদেশের বিচার ব্যবস্থা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা সরকারের কাছে আইনের শাসন ও মানবাধিকারের ন্যায্য প্রয়োগের আহ্বান জানিয়েছে। এ ঘটনাটি বাংলাদেশের বিচার ব্যবস্থার আন্তর্জাতিক চিত্র ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।


বিবার্তা/জাহেদ/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com