ফেনীতে অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর ভস্মীভূত
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১৫:৪৯
ফেনীতে অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর ভস্মীভূত
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনী শহরের উত্তর সহদেবপুরে অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর ভস্মীভূত হয়েছে। আগুন দেখে আতঙ্কে পাশের ঘরের রুমানা আলি (৫০) নামে এক গৃহবধূ স্ট্রোক করেন। পরবর্তীতে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


৭ জানুয়ারি, মঙ্গলবার রাতে পৌরসভার ৩নং ওয়ার্ডের মনসুর কলোনীতে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


জানা গেছে, ৭ জানুয়ারি, মঙ্গলবার রাত ৮টার দিকে উত্তর সহদেবপুর এলাকার মনসুর কলোনীর একটি বাসায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো কলোনীতে ছড়িয়ে পড়ে।


কলোনির ম্যানেজার রমজান আলি জানান, দমকলবাহিনী আসার আগেই কলোনির ১৮টি বসতঘর ভস্মীভূত হয়। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।


ভাড়াটিয়া পারভিনের বাসার মোমবাতির আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন দমকলবাহিনীর উপ-সহকারী পরিচালক হারুন পাশা।


তিনি বলেন, ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় যাতায়াতের কোন রাস্তা ছিল না, তাই সময়মতো ব্যবস্থা নেয়া যায়নি।


অগ্নিকাণ্ডের পর সংশ্লিষ্ট প্রশাসনের কেউ খোঁজ নেয়নি বলে হতাশ ভুক্তভোগী পারভিন আক্তার, আবুল কালাম ও মাজেদা আক্তার।


এদিকে, আগুন দেখে আতঙ্কে পাশের ঘরের রুমানা (৫০) নামে এক গৃহবধূ স্ট্রোক করেন। রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৮ জানুয়ারি, বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। সে উত্তর সহদেবপুর ছাদেক মিয়ার বাড়ির মুুহাম্মদ ছাদেক আলীর মেয়ে।


ফেনী থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


বিবার্তা/মনির/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com