
টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে সা'দত বাজারের মেরাজ নামের এক ব্যবসায়ীর দোকান থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত দশটার দিকে করটিয়া সা'দত বাজারের ব্যবসায়ী মেরাজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান বেড়ে যাওয়ায় মুহুর্তেই অপর দুটি দোকানেও আগুন লেগে যায়। প্রতিবেশী ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স'র সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঁইঞা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছু়টে আসে। পরে তিনটি ইউনিটের তৎপরতায় আগুন সর্ম্পূণ নিয়ন্ত্রণে চলে আসে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়টি তদন্তের পর জানা যাবে।
বিবার্তা/বাবু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]