লামায়
পাহাড় কাটার দায়ে দুই ইটভাটা মালিককে জরিমানা
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ২০:৫৪
পাহাড় কাটার দায়ে দুই ইটভাটা মালিককে জরিমানা
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাহাড় কাটার দায়ে বান্দরবান জেলার লামা উপজেলায় দুই ইটভাটা মালিককে ৪ লাক টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


৭ জানুয়ারি, মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার দুর্গম পাহাড়ি ফাইতং ইউনিয়নের লম্বাশিয়া পাড়ার এফএসি ব্রিকস ও গজালিয়া ইউনিয়নের টিএমবি ব্রিকস মালিককে পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।


এ সময় পানি মেরে ভাটা ধ্বংস করে দেওয়া হয়। বান্দরবান পরিবেশ অধিদপ্তর, লামা বন বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ থানা পুলিশে অভিযানে সহযোগিতা করেন।


ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ৫(১), ৫(২) ও ৫(৩) ধারা অনুযায়ী এ জরিমানা করা হয় বলে জানান, ভ্রাম্যমান আদালতের বিচারক রপায়ন দেব।


তিনি বলেন, অবৈধভাবে ইট পোড়ানো, পাহাড় কাটা ও জ্বালানী কাঠ ব্যবহার থেকে বিরত থাকার জন্য ভাটা মালিকদের সতর্কও করা হয়েছে।


বিবার্তা/আরমান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com