মো‌রেলগ‌ঞ্জে কৃ‌ষি ‌অফিসে দুর্নী‌তির প্রমাণ পে‌য়ে‌ছে দুদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ১৯:৪৩
মো‌রেলগ‌ঞ্জে কৃ‌ষি ‌অফিসে দুর্নী‌তির প্রমাণ পে‌য়ে‌ছে দুদক
বা‌গেরহাট প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

বা‌গেরহা‌টের মো‌রেলগ‌ঞ্জ উপ‌জেলা কৃ‌ষি ‌অফিসে দুর্নী‌তির প্রমাণ পে‌য়ে‌ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


৭ ডি‌সেম্বর, মঙ্গলবার দুপু‌রে উপ‌জেলা কৃ‌ষি অফিসে এক অভিযা‌ন চা‌লি‌য়ে প্রায় সা‌ড়ে ৪ কো‌টি টাকা মূ‌ল্যের ১৪‌টি কম্বাইন্ড হার‌ভেস্টার মে‌শিন বিতর‌ণে অনিয়মের প্রমাণ পান দুদক।


অভিযান প‌রিচালনাকারী দুদক উপ-প‌রিচালক সাইদুর রহমান ব‌লেন, ২০২২ থে‌কে ২০২৪ সা‌লের ম‌ধ্যে এ উপ‌জেলায় ১৪‌টি কম্বাইন্ড হার‌ভেস্টার মে‌শিন বিতরণ ক‌রে‌ছে কৃ‌ষি অফিস। যার ৩‌টি মে‌শি‌নের অবস্থান সম্প‌র্কে জানতে প‌ারলেও বা‌কি ১১‌টি মে‌শি‌নের হ‌দিস পাওয়া যা‌চ্ছে না। মে‌শিনগু‌লোর অবস্থান সম্প‌র্কে নির্দিষ্ট কোন তথ‌্য দি‌তে পার‌ছেন না কর্মকর্তারা।


দুদক কর্মকর্তা ব‌লেন, প্রতি‌টি মে‌শি‌নের মূল‌্য ৩০ লক্ষ টাকা। সরকার নির্ধা‌রিত ৭০ ভাগ ভর্তু‌কি মূ‌ল্যে কৃষক‌দের মা‌ঝে বিতরণ করার কথা থাক‌লেও শুধুমাত্র কাগ‌জে আর কল‌মে সীমাবদ্ধ রে‌খেই ১১‌টি মে‌শিন বেহাত করার বিষয়‌টি প্রাথ‌মিকভা‌বে প্রমা‌ণিত হ‌য়ে‌ছে।


তি‌নি জানান, পরবর্তী‌তে অধিকতর তদ‌ন্তে কারা এই অনিয়ম ও দুর্নী‌তির সা‌থে জ‌ড়িত আ‌ছে সেটা বে‌রিয়ে আস‌বে।


উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আমি এ উপ‌জেলায় নতুন যোগদান ক‌রে‌ছি এখ‌নো সব বিষ‌য়ে জানা হয়‌নি। খোঁজ খবর নি‌চ্ছি আশা কর‌ছি মে‌শিনগু‌লোর অবস্থান সম্প‌র্কে জান‌তে পার‌বো।


তৎকালীন কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী বলেন, আমি এ উপ‌জেলায় দা‌য়ি‌ত্বে থাকাকা‌লীন যাচাই বাছাই করেই ১৪‌টি হার‌ভেস্টার মে‌শিন কৃষকদের দেওয়া হয়েছে। এগু‌লোর তদার‌কি ক‌রে‌ছি। কোনো অনিয়ম পাইনি।


এখন অনেক‌ অনিয়মের অভিযোগ তু‌লে‌ছেন। বিষয়‌টি এখন তদন্ত চল‌ছে আসল রহস‌্য বে‌রি‌য়ে আস‌বে।


বিবার্তা/রাজু/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com