ঈশ্বরদীতে রেল শ্রমিক লীগ নেতাকে পুলিশে দিলো বিএনপি নেতারা
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ১৫:২৭
ঈশ্বরদীতে রেল শ্রমিক লীগ নেতাকে পুলিশে দিলো বিএনপি নেতারা
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনার ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন পাকশীর বিএনপি নেতারা।


সোমবার (৬ জানুয়ারি) পাকশী রেলওয়ে বিভাগীয় কার্যালয় সংলগ্ন আমতলায় এ ঘটনা ঘটে।


পাকশীর বিএনপি নেতা মনিরুজ্জামান টুটুল সরদার এ তথ্য নিশ্চিত করে বলেন, বিগত সময়ে শ্রমিক লীগ নেতা নজরুল বিভিন্ন সময়ে রেলের নিয়োগ বাণিজ্যসহ অনিয়ম দুর্নীতি করেছেন। দলীয় প্রভাব খাটিয়ে পাকশীতে বিএনপিকে কোনো অনুষ্ঠান করতে দেয়নি। এমনকি জাতীয় দিবস পালনেও বাধা দিয়ে আমাদের আয়োজন ভন্ডুল করেছেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও তিনি পাকশী রেলওয়ে অফিসে দাপট দেখিয়ে চলছিলেন। এমনই এক ঘটনাক্রমে বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে ধরিয়ে দিয়েছে।


ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাকশী আমতলা এলাকায় নজরুল ইসলামকে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।


বিবার্তা/পলাশ/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com