
নাটোরের সিংড়া উপজেলার ৮ নং শেরকোল ইউনিয়নের ভাগনাগরকান্দী পোস্ট অফিস রাতারাতি নিজস্ব জায়গা থেকে উধাও হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। অন্য উপজেলার পোস্ট মাস্টারের বাড়িতে কার্যক্রম চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে পোস্ট অফিসের সাইনবোর্ড, বাক্স, পোস্ট অফিসের নিজস্ব ঘর, ইট, বালুও রাতারাতি নাই। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় পোস্ট অফিসের চিহ্ন নেই। এতে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। পোস্ট মাস্টারের সাথে ফোনে কথা বললেও তার দেখা মিলেনি।
জানা যায়, তেমুখ নওগাঁর জমিদার কৃষ্ট বিহারী সাহা ১৯৬৭ সালের দিকে জমিদার বাড়ি ও নওগাঁ বাজারের পাশে পোস্ট অফিস স্থাপন করেন। তিনি ২ শতক জমিও দান করেন। কৃষ্ট বিহারী সাহার জমির সাথে স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম ২ শতক জায়গা বিনিময় করেন। তিনি নওগাঁ বাজারের পাশে হরি মন্দিরে জায়গা দেন। তারপর থেকে পোস্ট অফিসের যাবতীয় কার্যক্রম সেখান থেকে পরিচালনা করা হচ্ছিল।
স্থানীয়রা জানান, পোস্ট মাস্টারের বাড়ি আত্রাই উপজেলার নন্দীগ্রামে হওয়ায় ঢিলেঢালা ভাবে কার্যক্রম চলছিল। ঠিকমতো পোস্ট অফিস খুলত না। শুধু নামসর্বস্ব সাইনবোর্ড এবং বাক্স চোখে পড়ত। বর্তমানে ইট সহ সবকিছু উধাও হয়ে গেছে।
প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্র মোহন ভদ্র বলেন, পোস্ট অফিস অনেক প্রাচীন। একসময় আমার বাবা ড: মতিন্দ্র মোহন ভদ্র দীর্ঘদিন পোস্ট মাস্টার ছিলেন। তারপর এখন পার্শ্ববর্তী উপজেলার একজন দায়িত্বে রয়েছেন।
৬৫ বছর বয়সী আবুল কায়েস বলেন, পোস্ট অফিস কৃষ্ট বিহারী সাহার জমিদার বাড়ির পাশে কিছুদিন ছিল। সেখান থেকে নওগাঁ বাজারের পাশে মন্দিরে পোস্ট অফিস স্থাপন করা হয়। সেখান থেকে উধাও হয়ে গেছে। ইট সহ সবকিছু উধাও হয়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখা দরকার। কারণ নওগাঁ বাজার ঐতিহ্যবাহী বাজার। এখানে পোস্ট অফিস থেকে সবার সুবিধা হতো। এখন কাউকে খুঁজে পাওয়া যায় না।
পোস্ট মাস্টার কাজী দিদারুল ইসলাম জানান, নওগাঁ বাজারের পাশে পোস্ট অফিসের কার্যক্রম চলত। জীর্ণ-শীর্ণ অবস্থার কারণে তার বাসায় স্থানান্তর করা হয়েছে। সেখান থেকে কার্যক্রম চলছে। কার অনুমতি নিয়ে নিজ বাড়িতে কার্যক্রম চলছে সে বিষয়ে কোনো উত্তর দিতে পারেন নি।
উপজেলা পোস্ট মাস্টার রজব আলী মোল্লা জানান, ভাগনাগরকান্দী পোস্ট অফিস আমাদের আওতায় নয়, এটি আত্রাই উপজেলা থেকে পরিচালিত হয়। সেখান থেকেই চিঠির আদান প্রদান হয়।
নাটোর উপ- বিভাগের ডাকঘর পরিদর্শক জিয়াউর রহমান বলেন, যদিও এটি আত্রাই উপজেলার নিয়ন্ত্রণে। তবুও সিংড়া উপজেলায় স্থাপিত ছিল সেজন্য বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।
বিবার্তা/রাজু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]