পাবনায় সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী কবির বাবু গ্রেফতার
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ২৩:৪৪
পাবনায় সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী কবির বাবু গ্রেফতার
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দীর্ঘ ৪ ঘণ্টার রুদ্ধদ্বার অভিযান শেষে একাধিক হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই ও বিস্ফোরণ মামলার চিহ্নিত সন্ত্রাসী কবির বাবু ওরফে কাঙাল বাবুকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর একটি আভিযানিক দল।


৬ জানুয়ারি (সোমবার) ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনা জেলার আমিনপুর থানাধীন সাগরকান্দী ইউনিয়নের অন্তর্গত কেষ্টপুরস্থ নিজ বাড়ি এক নলা বন্দুক সহ তাকে গ্রেফতার করে মেজর শফিকুল ইসলামের নেতৃত্বাধীন সেনাবাহিনীর একটি আভিযানিক দল।


গ্রেফতারকৃত বাবু'র বিরুদ্ধে পাবনা সদর ও রাজবাড়ী গোয়ালন্দ থানায় তিনটি হত্যা মামলা,আমিনপুর ও সুজানগর থানায় একাধিক অস্ত্র ও ডাকাতি মামলা, একাধিক বিস্ফোরন ও নাশকতা মামলা,বিভিন্ন থানায় ডাকাতি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে দখল বানিজ্য, হামলা-মারধর ও চাঁদাবাজির শতাধিক অভিযোগ রয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনাবাহিনীর মেজর শফিকুল ইসলাম বলেন, দীর্ঘ ৪ ঘণ্টার অভিযান শেষে শীর্ষ পর্যায়ের সন্ত্রাসী বাবু কে গ্রেফতার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর বলেন, গ্রেফতারকৃত চিহ্নিত সন্ত্রাসী কবির বাবুর বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/পলাশ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com