রায়পুরে ব্যাটারি চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ২২:৫৭
রায়পুরে ব্যাটারি চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরের রায়পুরে চুরির অভিযোগ তুলে আবুল কালাম (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।


সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার কাঞ্চনপুরে এ ঘটনা ঘটে। তার মৃতদেহ রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।


আবুল কালাম কাঞ্চনপুর গ্রামের ছানাউলা পাটোয়ারীর ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন। পরিবার নিয়ে উপজেলার হায়দারগঞ্জ বাজারে ভাড়া থাকতেন তিনি।


নিহতের স্ত্রী রেহানার অভিযোগ, রোববার রাতে হায়দারগঞ্জের ভাড়া বাসা থেকে তুলে নেওয়া হয়। এরপর সকালে কাঞ্চনপুরে এসে তাকে একটি বাগানে আহত অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।


তিনি জানান, জিসান নামে এক ব্যক্তি দলবল নিয়ে তার স্বামী আবুল কালামকে একটি মাইক্রোবাস যোগে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ সময় তারা পরিবারের লোকজনকে ভয়ভীতি দেখান।


অপহরণকারীরা তখন তার স্ত্রীকে জানায়, 'কয়েক দিন আগে আবুল কালাম সিএনজি অটোরিকশার ব্যাটারী চুরি করেছে'- এ কারণেই তাকে ধরে নিয়ে যাচ্ছেন তারা।


রেহানা বলেন, সকালে আমি কাঞ্চনপুরে গিয়ে দেখি একটি সুপারি বাগানের মধ্যে জিসানের নেতৃত্বে লোকজন আমার স্বামীকে পেটাচ্ছে। আমার স্বামী কাতর কণ্ঠে পানি ছাইলো, কেউ দিল না। আমি তার কাছে এগিয়ে গেলে তাকে হাসপাতাল নিতে বলে। হাসপাতালে নেওয়ার আগেই মারা যায় আমার স্বামী।


স্থানীয়রা জানান, দু'দিন আগে মাসুদ নামে এক ব্যক্তির ব্যাটারী চুরি হয়। ওই অভিযোগে তাকে ধরে আনা হয়। রাতভর তাকে বাগানে বেঁধে রেখে নির্যাতন করা হয়। সকালেও তাকে মারধর করা হয়েছে। এক পর্যায়ে তার মৃত্যু হয়।


রায়পুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ব্যাটারি চুরির অপবাদ দিয়ে এক ব্যক্তিকে গণপিটুনি দিচ্ছে, বেলা ১১ টার দিকে মোবাইল ফোনে এমন সংবাদ পেয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য আনতে বলি। হাসপাতালে পুলিশ পাঠাই। পুলিশ এসে জানতে পারে আহত ব্যক্তি মারা গেছে।


ঘটনার সাথে কারা জড়িত, তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ওসি।


বিবার্তা/সুমন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com