
ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
৬ জানুয়ারি, সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়স্থ আমিন কমপ্লেক্সের ৫ম তলায় ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
সংবাদপত্র পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি পীযুষ কান্তি আচার্য্যরে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাদার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংবাদপত্র পরিষদের কার্যনির্বাহী সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আল-আমিন শাহীন, সংবাদপত্র পরিষদের সহ সভাপতি মো. এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিঠু, কোষাধ্যক্ষ আবুল হাসনাত মো. সাবেরিন ভূইয়া, কার্যনির্বাহী সদস্য আবু নাসের রতনসহ দৈনিক ব্রাহ্মণবাড়িয়া ও দৈনিক আজকের হালচাল পত্রিকার প্রতিনিধি।
গঠিত কমিটির আহবায়ক দৈনিক পেনব্রিজের সম্পাদক ও প্রকাশক মো. এমদাদুল হক, সদস্য সচিব দৈনিক একুশের আলো’র প্রধান বার্তা সম্পাদক আশিকুর রহমান মিঠু, নির্বাহী সদস্য দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক ও প্রকাশক দেওয়ান ফয়জুন নাহার, দৈনিক প্রজাবন্ধুর প্রকাশক আবুল হাসনাত মো. সাবেরিন ভ‚ইয়া, দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক আবু নাসের রতন প্রমুখ।
সভায় আগামী ৬০ দিনের মধ্যে সংগঠনের একটি গঠনতন্ত্র প্রস্তুত ও ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে প্রকাশিত সকল দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার প্রতিনিধি এই সংগঠনের অর্ন্তভুক্তি করার জন্য প্রস্তাব করেন।
বিবার্তা/আকঞ্জি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]