
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কোতোয়ালি থানার নাশকতার মামলায় কর্ণফুলীর মো. সালাউদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে দাবি করা হচ্ছে।
সোমবার (৬ জানুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইছানগর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেফতারকৃত সালাউদ্দিন ইছানগর আজিমপাড়া এলাকার মৃত হাজী হাসান আলী মাঝির ছেলে। তিনি কোতোয়ালি নাশকতা মামলার ৬১ নম্বর আসামি। যার মামলা নং-০২। এছাড়াও তিনি ২০১৩ সালে কর্ণফুলীর ইছানগরে সংঘটিত জাহাঙ্গীর আলম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, সালাউদ্দিনকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। পরে কোতোয়ালি থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।
বিবার্তা/জাহেদ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]