
নাটোরের গুরুদাসপুরের খুবজিপুর গ্রামের যুবক আনিছুর রহমানের সাথে মালয়েশিয়ার তরুণী সিটি হাসনার সঙ্গে পরিচয়ের সুত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
১৪ বছর পর প্রেমের টানে অবশেষে মায়ের সঙ্গে শনিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশে আসেন মালয়েশিয়া তরুণী সিটি হাসনা।
জানা যায়, পাঁচবছর আগে পারিবারিকভাবে বিয়ের কথা পাকাপাকি হয় তাদের। কিন্তু ভিসা জটিলতায় ওই তরুণী বাংলাদেশে আসতে পারেননি। তবে মাঝে মধ্যেই মালয়েশিয়ায় যেতেন আনিছ। খুবজিপুর গ্রামের জলিল রহমানের ছেলে আনিছুর রহমান (৪২) ও তরুণী সিটি হাসনা (৩২) মালয়েশিয়া প্রবাসী মসিন জাকরির মেয়ে।
আনিছের বড়ভাই এনায়েত শেখ জানান, আগামী শুক্রবার নাটোর আদালতে তাদের পারিবারিকভাবে বিয়ে হবে। দীর্ঘদিন প্রেমের পর তারা একটি সম্পর্কে আবদ্ধ হতে যাচ্ছেন জেনে তারা আনন্দিত।
খুবজিপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, মালয়েশিয়া থেকে একজন তরুণীর খুবজিপুরে আসার খবর জেনেছি। তাদের সুষ্ঠুভাবে বিয়ে সম্পন্ন হওয়ার জন্য দোয়া রইলো।
আনিছ ও তরুণী সিটি হাসনা বলেন, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। পারিবারিকভাবে দুজনের ইচ্ছায় বিয়ে হচ্ছে। আমাদের নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন।
বিবার্তা/জনি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]