সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১৯:১৩
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় রুবেল (৩০) ও নাদিম (৩০) নামে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন।


রবিবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।


তারা দুইজনেই বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আফতাব নগর খেরানী পাড়ার বাসিন্দা।


সিংড়া থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রবিবার (৫ জানুয়ারি) নলডাঙ্গা উপজেলার হালতিবিল এলাকায় হাঁসের খামারে যাওয়ার জন্য রওয়ানা হন তিনজন। দ্রুত যাওয়ার সময় সিংড়া উপজেলার নিংগইন এলাকায় সেনাবাহিনীর টহলরত গাড়িতে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে রুবেল নিহত হয়। পরে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসার পরেই নাদিম মৃত্যুবরণ করেন।


সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারকে জানানো হয়েছে। লাশ উদ্ধার করে সিংড়া থানা হেফাজতে রয়েছে।


বিবার্তা/রাজু/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com