'দেশপ্রেমিক হলে বক্তৃতা নয়, কর্মে প্রমাণ করতে হবে'
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ২০:৩৫
'দেশপ্রেমিক হলে বক্তৃতা নয়, কর্মে প্রমাণ করতে হবে'
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশপ্রেমিক প্রমাণ হয় যুদ্ধ মাঠে। শুধু বক্তৃতা দিয়ে দেশপ্রেমিক হওয়া যায় না। বরং দেশপ্রেমিক হতে হলে বক্তৃতা দিয়ে নয় কর্মে প্রমাণ করতে হবে। ইতোমধ্যে এতে উর্ত্তীণ হয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির সকল নেতাকর্মী।


দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনা মোতাবেক দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণকালে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।


শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টায় হাকিমপুর হিলি উপজেলা, পৌর বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন ডা. জাহিদ হোসেন।


এসময় তিনি সীমান্তবর্তী হাকিমপুর হিলি উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, আদিবাসীদের গীর্জা ও কাওমি এবং এতিমখানা মাদ্রাসায় অধ্যায়নরত শিক্ষার্থী সহ ১৫০০ জনের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন।


তিনি বলেন, বিএনপি জনগণের দল। অতীতেও জনগণের দুঃখ-কষ্টে বিএনপি পাশে ছিল।বিএনপি আজও জনগণের পাশে রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের মনিকোঠায় জায়গা করে নিয়েছে।


এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এড মো. দুলাল হোসেন, দ্বায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপদেষ্টা অধ্যাপক আকরাম হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সর্দার, হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওহেদুর রহমান রিপন, উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম, সদস্য সচিব এনামুল হক তাজ, পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা, মিন্নুর হোসেন, আরমান আলী, ইমরান আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সোহাগ, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিমন প্রধানসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


বিবার্তা/রববানী/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com