নন্দীগ্রামে প্রবাসীর স্ত্রী খুন
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৬:২৯
নন্দীগ্রামে প্রবাসীর স্ত্রী খুন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে রওশন আরা (৫৫) নামে এক প্রবাসীর স্ত্রী খুন হয়েছে।


জানা গেছে, শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের রুস্তমপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী আলেফ আলীর স্ত্রী রওশন আরা শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে।


এরপর শনিবার (৪ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে এক প্রতিবেশী তার বাসায় গিয়ে দেখে রওশন আরার মরদেহ রক্তাক্ত জখম অবস্থায় ঘরের বারান্দায় পড়ে আছে। ঘটনাটি স্থানীয় লোকজনকে জানায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে ঘটনাটি নন্দীগ্রাম থানা পুলিশকে জানায়।


তারপর কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হায়দার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।


নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছি। কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত হত্যা কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।


বিবার্তা/মুনিরুজ্জামান/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com