গোমস্তাপুরে শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৬
গোমস্তাপুরে শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ভাটখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়, অভিভাবক সমাবেশ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ভাটখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সহকারী উপজেলা শিক্ষা অফিসার, সুশান্ত চন্দ্র বর্মনের সভাপতিত্বে এ সমাবেশ হয়।


এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) নাচোল সরকারি কলেজের ইসলাম উদ্দিন, পার্বতীপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড সদস্য ফয়সাল করিবসহ আরও অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী শিক্ষার্থীদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এ অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন অত্র বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ও ছাত্র-ছাত্রীদের দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তিনি।


বিবার্তা/মোস্তাফিজুর/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com