ভাঙ্গুড়ায় শিয়ালের কামড়ে ৩ জন আহত
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:২৮
ভাঙ্গুড়ায় শিয়ালের কামড়ে ৩ জন আহত
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনার ভাঙ্গুড়ায় শিয়ালের কামড়ে এক মহিলাসহ তিনজন আহত হয়েছে। তারা তিনজনই কয়েক মিনিটের ব্যবধানে ওই মাঠের মধ্য দিয়ে রাস্তা ধরে গন্তব্যে যাচ্ছিলেন।


মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালের দিকে পৌর সদরের কুমড়াডাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে।


আহত তিন জন হলেন- রেনু খাতুন (৬২), শাজাহান আলী (৪৮) ও জব্বার আলী (৪২)। আহত দুইজন সারুটিয়া ও একজন কুমড়াডাঙ্গা এলাকার বাসিন্দা। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে আহত বৃদ্ধা রেনু খাতুন নিজ বাড়ি সারুটিয়া থেকে কুমড়াডাঙ্গা মাঠের মধ্য দিয়ে যাবার সময় হঠাৎ করে পেছন দিক থেকে শিয়াল এসে পায়ে কামড়ে ধরে। এ সময় তার চিৎকারে মাঠের মধ্যে কোন লোকজন না থাকায় কেউ এগিয়ে আসে নি। পরে তিনি নিজেই তার পায়ের জুতো দিয়ে প্রায় দশ মিনিট ধরে আঘাত করার পর শিয়াল তাকে ছেড়ে দেয়। তার কিছুক্ষণ পর একই রাস্তা দিয়ে তার কৃষক শাজাহান আলী ও শ্রমিক জব্বার আলী বাজার যাওয়ার সময় একই কায়দায় ওই শিয়াল দুজনকে কামড়ে আহত করে। এ ঘটনার পর পরই স্থানীয় জনতা ঐক্যবদ্ধ হয়ে ধাওয়া করে ওই শিয়ালকে পিটিয়ে মেরেছে।


ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম জানান, আহতরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সরকারিভাবে জলাতঙ্ক রোগের কোন ভ্যাকসিনের সরবরাহ নেই। সে কারণে আহতদের জলাতঙ্ক রোগের ভ্যাকসিন বাহির থেকে সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।


বিবার্তা/পলাশ/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com