বিদ্যালয়ের নিজস্ব জ‌মি না থাকায় ভবন নির্মাণের প্রস্তাবনা বা‌তিল
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৫:১৭
বিদ্যালয়ের নিজস্ব জ‌মি না থাকায় ভবন নির্মাণের প্রস্তাবনা বা‌তিল
না‌জিরপুর (পি‌রোজপুর) প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৬৫নং নাজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি না থাকায় শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত একটি ভবন নির্মাণ করতে পারছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


বিদ্যালয়টি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে উপজেলা পরিষদের মধ্যে একটি ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্কু‌লে বর্তমানে ৩৪২ জন শিক্ষার্থী র‌য়ে‌ছে। নিজস্ব ভূমি না থাকায় বিদ্যালয়টি সরকারি সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।


বর্তমানে চার কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবনের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও নিজস্ব ভূমি না থাকায় নতুন ভবন নির্মাণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমতাবস্থায় উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সুপারিশ সহযোগে অকৃষি খাস জমি বিদ্যালয়টির বরাদ্ধ প্রাপ্তির লক্ষ্যে ২০২৩ সালের ৭ সে‌প্টেম্বর বিদ্যালয়টির প্রধান শিক্ষক জেলা প্রশাসক পিরোজপুর বরাবর আবেদন দাখিল করেন। ফলে জেলা প্রশাসক অকৃষি খাস জমি বিদ্যালয়ের নামে বরাদ্দ প্রদানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদনের জন্য প্রয়োজনীয়তা উল্লেখ করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিদ্যালয়টির না‌মে খাস জ‌মি বরাদ্দপ্রাপ্ত না হওয়ায় চলতি বছরের ২ ডিসেম্বর উপজেলা প্রকৌশলীর কার্যালয় নাজিরপুর পিরোজপুরের স্মারকমূ‌লে উপজেলা প্রকৌশলী (এল‌জিইডি) বি এম মাহামুদুল হাসান স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ‌্যমে চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নাজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ বাতিলের প্রস্তাব প্রেরণ ক‌রেন।


এবিষ‌য়ে উপজেলা প্রকৌশলী (এল‌জিইডি) বি এম মাহামুদুল হাসান ব‌লেন, ভূমি জ‌টিলতার কারণে ভবনের প্রস্তাবনা বাতি‌লের জন‌্য চি‌ঠি পাঠা‌নো হ‌য়ে‌ছে।


এবিষয়ে প্রধান শিক্ষক সুব্রত সমদ্দার বলেন, নতুন ভবনের বরাদ্দ হলেও নিজস্ব ভূমি এবং প্রশাসনিক আদেশ না পাওয়ায় ভবন ফেরত যাচ্ছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। অকৃষি খাস জমি বন্দোবস্ত পাওয়ার জন্য এবং প্রশাসনিক অনুমোদনের জন্য আবেদন করেছি যা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আছে। আবেদনের কোনো সুরাহা হচ্ছে না।


উপজেলা সহকা‌রি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার বলেন, ভবন নির্মাণের প্রস্তাবনাটি এখনো বাতিল হয়নি,আমরা জমির জন্য অধিদপ্তরে কাগজ পাঠিয়েছি।গত ৫ ই আগস্ট সরকার প‌রিবর্ত‌নের কারণে আমাদের সেই অনুমোদন এখনো হইয়া আসে নাই।


এ বিষ‌য়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ ব‌লেন জায়গা বরাদ্দ হওয়ার আগেই ভবনের প্রস্তাব হ‌য়ে‌ছে, তা‌দের নিজস্ব ভূ‌মি না থাকায় এ জ‌টিলতা হ‌য়ে‌ছে, স্কু‌লের না‌মে জ‌মি বরা‌দ্দের চেষ্টা প্রক্রিয়াধীন।


বিবার্তা/ম‌শিউর/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com