
দিনাজপুরের খানসামায় একই দিনে একই স্থানে বিএনপির দুই গ্রুপের সমাবেশ ঘিরে চলছিল অস্থিরতা-উত্তেজনা। অবশেষে উপজেলার কোনো ইউনিয়নে সভা সমাবেশ হবে না বলে নির্দেশনা দিয়েছে জেলা বিএনপি।
সোমবার (৩০ ডিসেম্বর) রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা প্রদান করেন। এরপরই সেই বিজ্ঞপ্তির পক্ষে-বিপক্ষে সোশাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা শুরু করেন দুই গ্রুপের নেতাকর্মীরা।
জেলা বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খানসামা উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খানসামা উপজেলায় কোন ইউনিয়নে বিএনপির উদ্যোগে কোন রকম সভা সমাবেশ অনুষ্ঠিত হবে না। জেলা বিএনপি পক্ষ থেকে খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক/ যুগ্ম আহ্বায়কদের উদ্দেশ্যে এ নির্দেশনা দেওয়া হয়।
এর আগে উপজেলার ছয় ইউনিয়নে একই দিনে ও একই স্থানে জনসমাবেশ করার ঘোষণা দিয়ে চিঠি প্রকাশ করে উপজেলা বিএনপির দুই গ্রুপ। এতে দীর্ঘদিনের গ্রুপিং দ্বন্দ্ব প্রকাশ্যে বেরিয়ে আসে। যার ফলে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে চলে আলোচনা-সমালোচনা৷ এ নিয়ে "খানসামায় একই দিনে, একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসমাবেশ করার ঘোষণা, চলছে অস্থিরতা-উত্তেজনা" শিরোনামে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়।
উল্লেখ্য, প্রকাশ্যে দুই ভাগে বিভক্ত খানসামা উপজেলা বিএনপির একটি অংশ কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার অনুসারী এবং আরেকটি অংশ জেলা বিএনপির সহ-সভাপতি ও শিল্পপতি হাফিজুর রহমান সরকারের অনুসারী বলে জানা গেছে।
বিবার্তা/জামান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]