
চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিবগঞ্জ উপজেলার, সোনামসজিদ বালিয়াদিঘী গ্রামের ইনজামাম হকের ছেলে আসমাউল হুসনা (২৫), কে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)'র পক্ষ থেকে ১ লক্ষ টাকা দেওয়া হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)'র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
এসময় তিনি জানান, উল্লেখ্য, গত ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পায়ে গুরুতর আহত হন আসমাউল হুসনা,আহত ছাত্রকে চিকিৎসা বাবদ অনুদান প্রদান করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এই ধরনের সামাজিক কর্মকাণ্ড ভবিষ্যতেও চলমান থাকবে।
বিবার্তা/লিটন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]