
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় রংপুরের কাউনিয়া উপজেলায় কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সর্দার।
শনিবার (২৮ ডিসেম্বর) মধ্যরাতে আব্দুল মজিদকে তার নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তাজহাট এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা এবং ওমর ফারুক আহতের ঘটনায় দায়ের করা মামলার ১৪ নম্বর আসামি। ওই মামলায় মোট আসামি ৮৬ জন।
ওসি শাহ আলম সরদার বলেন, গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদকে যৌথ বাহিনী থানায় হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]