ইন্দুরকানীতে সালিশ বৈঠকে হামলা, গ্রেফতার ১০
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:১৯
ইন্দুরকানীতে সালিশ বৈঠকে হামলা, গ্রেফতার ১০
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের ইন্দুরকানীতে একটি সালিশ বৈঠকে হামলায় ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ।


২৮ ডিসেম্বর, শনিবার সন্ধ্যায় উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামে ঐ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আ. রাজ্জাক হাওলাদারের মধ্যস্থতায় একটি শালিশ বৈঠক চলছিল।


ঘটনাস্থানে গেলে জানা যায়,শালিশ বৈঠকে পিরোজপুর থেকে এক পক্ষের হয়ে আসা কয়েকজন ব্যক্তি আসেন। তারা সালিশ বৈঠকে ভুল বোঝাবুঝি হলে একপর্যায়ে হামলা শুরু করেন।


হামলায় প্যানেল চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আ. রাজ্জাক আহত ও গার্মেন্ট ব্যবসায়ী মিজানুর রহমান এর মাথা ফেটে রক্তাক্ত হয়ে যায়।


এই খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী উত্তেজিত হয়ে তাদেরকে আটকে রাখে। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ আসলেও পরিস্থিতি নিয়ন্ত্রনের বাহিরে থাকায় রাত ৯টায় সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


পরে পুলিশ রিয়াজ শিকদার (৪০), আরিফুল ইসলাম বাবু (৪০), শাকিল আহম্মেদ (৩৮), মারুফ হোসেন (৩৫), আরিফুর রহমান মিঠু (৩৭), সাব্বির হোসেন (২৮), অন্তর (২৮), নাজমুল (৩০), এজাজুল (৩৫), সোহাগ (৩৫) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। আটকৃতদের মধ্যে ৫ জন পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


আহত ব্যবসায়ী মিজানকে প্রথমে খুলনা হাসপাতালে নেওয়া হয়। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা আগারগাঁও চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, ঘটনার স্থান থেকে সেনাবাহিনীর সহায়তায় যুবদল নেতাসহ ৫জনকে থানায় আনা হয়েছে, বাকিরা চিকিৎসাধীন রয়েছে। এ নিউজ লেখা পর্যন্ত মামলা হয়নি ।


বিবার্তা/শামীম/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com