ইন্দুরকানীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সংবাদ সম্মেলন
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:০৮
ইন্দুরকানীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সংবাদ সম্মেলন
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের ইন্দুরকানীতে ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র আহবায়ক মো. শাহীন হাওলাদারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে।


২৯ ডিসেম্বর, রবিবার সকালে ইন্দুরকানী প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার ২নং পত্তাশী ইউনিয়নের ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে সংবাদ সম্মেলন করা হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম। এ সময় ইউপি সদস্য নাজমুল হাসান জানান, চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার ৬জন গ্রাম পুলিশ নিয়োগে ৩০ লক্ষ টাকা, গত অর্থবছরে প্রায় ১৮ লক্ষ টাকা, আবাসনের জমি অধিগ্রহণে নিজের ভাই এর নামে জমি ক্রয় করা, পরিষদের রাজস্ব খাতের ১% এর ১০ লক্ষ টাকা, টি.আর./ কাবিখার একাধিক প্রজেক্ট তৈরি করে নিজের পছন্দের ইউপি সদস্যদের মাধ্যমে কাজ করানো, জি.আর. এর চাউল বিক্রি করে অফিসের মালামাল ক্রয়ের নামে টাকা আত্মসাত করা, পানির ট্যাংকি বিতরণে অর্থ আদায় ও স্বজন প্রীতি করা, সরকরি রাস্তার গাছ কেটে বিক্রি করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির সভাপতি থেকে নিয়োগ বাণিজ্য করা, আত্ময়ীদের নামে টি.সি.বি লাইসেন্স নেওয়া, আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্ন ভুয়া প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করাসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নাম ভাঙ্গিয়ে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করা। এ ছাড়াও সরকারি চাল আত্মসাতের অভিযোগে উপজেলা প্রশাসন কর্তৃক তদন্ত করে তাকে অভিযুক্ত করে তদন্ত রিপোর্ট প্রদান করা হয়েছে।


স্থানীয়রা জানান, পত্তাশী ইউনিয়নটি হিন্দু অদ্ধুসিত হওয়ায় ইসকন গ্রুপের সদস্যদের সাথে বিভিন্ন সাথে মিলিত হয়ে বিভিন্ন সময় তাদের উৎসাহিত করে।


পরিষদে আসা ভুক্তভোগীরা জানায়, চেয়ারম্যান নিয়মিত পরিষদের আসে না। যার কারণে আমরা সেবা থেকে বঞ্চিত হচ্ছি। একজন মহিলা মেম্বারকে প্যানেল চেয়ারম্যান করায় সেও নিয়মিত অফিসে আসে না। যার কারণে নাগরিক সেবা থেকে অনেকে বঞ্চিত হচ্ছে।


অভিযুক্ত চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে তা আদৌ সত্য নয়। আমি সকল বরাদ্দ সমবন্টন করি। কিছু ইউপি সদদ্যের অতিরিক্ত চাহিদা থাকায় আমি তা দিতে না পারায় তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। একদল স্বার্থন্বেষী মহল আমাকে সমাজে হেন করার জন্য পায়তারা করছে।


বিবার্তা/শামীম/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com