
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রোভার স্কাউট ফোরাম (ডুরসেফ) রংপুরে প্রায় দুই শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
২৮ ডিসেম্বর, শনিবার বিকেলে রংপুর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়বাড়ি মরিচটারি এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ডুরসেফের কার্যনির্বাহী সদস্য মো. জাহানুর ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা রোভারের সাবেক সম্পাদক মহাদেব গুণ, মায়ের গ্লাস ঘরের কর্ণধার মো. মাসুদ রানা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ কার্যক্রম বাস্তবায়নে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের সদস্যরা সহযোগিতা করেন।
শীতবস্ত্র পেয়ে স্থানীয় বাসিন্দা আরজাহান বলেন, ‘রংপুরে প্রচণ্ড শীত পড়েছে। এই ঠাণ্ডায় একটি চাদর উপহার পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি।’ শ্রী বিজয় চন্দ্র নামের আরেকজন জানান, ‘শীতের তীব্রতায় খুব কষ্ট হচ্ছিল। এই চাদর আমাদের অনেক সহায়তা করবে।’
বেরোবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট নিরঞ্জন বলেন, ‘রোভার স্কাউট সদস্যরা সবসময় মানবকল্যাণে কাজ করে। তারই অংশ হিসেবে আজ আমরা শীতার্তদের পাশে দাঁড়িয়েছি।’
অনুষ্ঠানের প্রধান অতিথি মহাদেব গুণ বলেন, ‘সমাজের বিত্তবানদের উচিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।’ তিনি এই ধরনের কার্যক্রমে সমাজের সকল শ্রেণির মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি জাহানুর ইসলাম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কার্যক্রমের সফল সমাপ্তি ঘোষণা করেন।
বিবার্তা/সোলাইমান/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]