
দিনাজপুরের হাকিমপুর হিলিতে শহীদ আবু সাঈদ-মুগ্ধ স্মৃতি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের মংলা সেবা সংঘের উদ্যোগে ধানী জমি সংস্কার করে উপজেলায় প্রথম এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
বিকেল ৩ টা ৩০ মিনিটে প্রমিলা ফুটবল টুর্নামেন্টের খেলা উপভোগ করতে এলাকার সব বয়সী নারী পুরুষের ঢল নামে। অতিথিবৃন্দ দুই দলের খেলোয়াড়ের সাথে কুশল বিনিময় শেষে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, মংলা সেবা সংঘের সভাপতি শাহ আলম, সম্পাদক আবুল কাশেম, উপদেষ্টা আলহাজ সোহরাব হোসেন, ইউনিয়ন বিএনপির নেতা সাইফুল ইসলামসহ আরও অনেকে।
সেবা সংঘের সভাপতি শাহ আলম বলেন, হাকিমপুর উপজেলা একটি সীমান্তবর্তী উপজেলা। তাই এই এলাকায় মাদকের ভয়াবহতা একটু বেশি। মাদকের ভয়াবহতা থেকে এলাকার যুবসমাজ কে দূরে সড়িয়ে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আজকের উদ্বোধনী খেলায় লালমনিরহাট জেলা প্রমিলা ফুটবল দল ও জয়পুরহাট জেলা প্রমিলা ফুটবল দল অংশ গ্রহণ করে। নির্ধারিত সময় শেষে ট্রাইবেকারে লালমনিরহাট জেলা প্রমিলা ফুটবল দল জয়পুরহাট জেলা প্রমিলা ফুটবল দলকে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন।
বিবার্তা/রববানী/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]