
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার আলিহাট ইউনিয়নে যৌন উত্তেজক সিরাপ (জেনসি) বিক্রির দায়ে ব্যবসায়ী শামসুদ্দিন কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলিহাট ইউনিয়নের নিখিড়া এলাকায় ভ্যানে করে যৌন উত্তেজক সিরাপ (জেনসি) বিক্রির অপরাধে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
ব্যবসায়ী শামসুদ্দিন পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।
জানা গেছে, পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার ব্যবসায়ীশামসুদ্দিন দুটি ভ্যানে করে উপজেলার আলিহাট ইউনিয়নের নিখিড়া এলাকায় বিক্রি করতেছিলেন। এসময় স্থানীয় ইউপি সদস্য সিরাপগুলো আটক করে ইউনিয়ন পরিষদে জমা রেখে উপজেলা নির্বাহী অফিসার কে খবর দেয়। পরে বিকেলে পরিষদের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ড্রাগ লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, ব্যবসায়ী শামসুদ্দিন একজন মুদি দোকানি। সে ভ্যানে করে দোকানে এই সিরাপগুলো বিক্রি করে। এসময় স্থানীয় ইউপি সদস্য সিরাপসহ ভ্যান দুটি আটক করে ইউনিয়ন পরিষদে জমা রেখে আমাকে খবর দেন। পরে আমি পরিষদে গিয়ে ব্যবসায়ীর ড্রাগ লাইসেন্স না থাকায় ঔষধ ও কসমেটিকস বিক্রি আইন-২০২৩ এর ৭০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তাৎক্ষণিক সে জরিমানার অর্থ পরিশোধ করেছেন। পরবর্তীতে যৌন উত্তেজক সিরাপগুলো ইউনিয়ন পরিষদের সচিবের নিকট জমা রাখা হয়েছে।
বিবার্তা/রব্বানী/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]