পীরগাছা উপজেলা আওয়ামী লীগ নেতা মিলন গ্রেফতার
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩০
পীরগাছা উপজেলা আওয়ামী লীগ নেতা মিলন গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রংপুরের পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।


বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।


উপজেলা সদরের সালাফিয়া মাদরাসা সংলগ্ন আমিনুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ি থেকে গ্রেফতারের পর আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে নিয়ে অনন্তরাম বড়বাড়ীর নিজ বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়।


মিলন বড়বাড়ী এলাকার মৃত শহিদুল ইসলামের একমাত্র ছেলে।


জানা গেছে, আব্দুল্লাহ আল মাহমুদ মিলন দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ছিলেন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর কিছুদিন পালিয়ে ছিলেন। এই সময়ে সরকার উপজেলা পরিষদ ভেঙে দেয়।


গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১টার দিকে ওই বাড়ি ঘেরাও করলে আব্দুল্লাহ আল মাহমুদ মিলন আর পালাতে পারেননি। পরে অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী।


এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, সে বিষয়টি নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।


ওসি আরও বলেন, সার্ভার জটিলতার কারণে মামলার বিষয়টি এখনো নিরূপণ করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com