
রকুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস সহায়ক পদে যোগদানের পর সবশেষ দুই মাসে মাত্র চারদিন অফিস করেছেন অফিস সহায়ক মাসুদ রানা। নিয়মিত অফিস না করায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন বার কারণ দর্শানোর নোটিশ দেয়ার পরেও কর্ণপাত করেনি তিনি।
এর আগে অফিস সহায়ক (এমএলএসএস) মাসুদ রানা ২০২৩ সালের জুলাই মাসে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস সহায়ক পদে যোগদান করেন। এরপর প্রায় সময় বিভিন্ন কারণ দেখিয়ে বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত থাকতেন।
সবশেষ অফিস সহায়ক (এমএলএসএস) মাসুদ রানা চলতি বছরের নভেম্বর মাসের শুরুতে ৪দিন কর্মস্থলে আসার পর তিনি আর একদিনও অফিসে আসেননি।
হাসপাতাল জানায়, গত অক্টোবর মাসে ১০দিনের বেশি সময় ধরে ছুটি কিংবা অনুমতি ছাড়াই অফিসে অনুপস্থিত ছিলেন মাসুদ রানা। এর পর নভেম্বর মাসের প্রথমে ৪দিন অফিস করার পর থেকে তিনি আর অফিসে আসেননি। প্রায় দুই মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় কর্তৃপক্ষ তাকে ৩দফা কারন দর্শানোর নোটিশ প্রদান করলেও তিনি কোন জবাব দেননি কিংবা কর্মস্থলে উপস্থিত হননি।
প্রায় দুই মাস ধরে অনুপস্থিত অফিস সহায়ক মাসুদ রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
হাসপাতালের হিসাব রক্ষক মো.শামসুর রহমান জানান, অফিস সহায়ক মাসুদ রানা নভেম্বর মাসের প্রথম দিকে ৪দিন অফিস করার পর থেকে অনুপস্থিত। অনুপস্থিত থাকায় তাকে মাসিক বেতন দেয়া হয়নি।
চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম জানান, অফিস সহায়ক মাসুদ রানা কর্মস্থলে উপস্থিত না থাকার বিষয়ে তাকে তিনবার কারণ দর্শানোর নোটিশ দিয়েও তার কোন জবাব পাইনি। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]