হাকিমপুরে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ২১:০৫
হাকিমপুরে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই শ্লোগানকে সামনে রেখে গ্রামীণ জনপদে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।


২৫ ডিসেম্বর, বুধবার বিকেলে উপজেলার আলিহাট ইউনিয়নের বাওনা ছাত্র কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে ফসলি জমি সংস্কার করে অস্থায়ী মাঠে এই খেলার উদ্বোধন করা হয়।


বিকেল সাড়ে ৩ টায় জাতীয় পতাকা হাতে আয়োজক কমিটির ফুটবল প্রেমীর যুবকেরা জাতীয় পতাকা হাতে দুই দলের খেলোয়াড়দের নিয়ে মাঠে প্রবেশ করে। এরপর মাইকে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় ফুটবল প্রেমি পুরুষ ও নারী দর্শকে।


খেলোয়াড়দের সাথে কুশল বিনিময়ের পর টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করা হয়।


এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, আয়োজক কমিটির সভাপতি শাহাজান আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, ইউপি সদস্য হারুন উর রশিদ, আয়োজক বখতিয়ার আহমেদ, ইউনিয়ন যুবদলের মনিরুজ্জামান জিয়া সহ আরও অনেকে।


আনন্দদায়ক খেলাটির ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান আসাদ।


খেলার আয়োজক বখতিয়ার আহমেদ বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে সড়িয়ে রাখতে বিনোদনের উদ্দেশ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজকের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে চিরিবন্দর ও জয়পুরহাট একাদশ।


নির্ধারিত সময় শেষে খেলায় সমতা থাকায় ট্রাইবেকারে চিরিবন্দর একাদশ জয়পুরহাট একাদশকে পরাজিত করে জয়লাভ করেন।


বিবার্তা/রববানী/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com