
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই জন যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। পরে তাদের বিরামপুর থানায় হস্তান্তর করেছেন বিজিবি।
থানার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে বিরামপুর উপজেলার রাণীনগর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাণীনগর ক্যাম্পের টহল বিজিবি দল অভিযান চালিয়ে শাহজাহান ভুঁইয়া (৩৪) ও মাসুম বিল্লাহ (৩৫) নামে দুইজনকে আটক করেন।
পরে বিজিবি আটককৃতদের বিরামপুর থানায় হস্তান্তর করেন।
আটককৃতরা হলেন, নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ফারাতলী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহজাহান ভুঁইয়া (৩৪) ও পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চংগাপাশা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মাসুম বিল্লাহ (৩৫)।
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, আটককৃতরা গার্মেন্টস কর্মী। তারা ভুটানের গার্মেন্টেসে কাজ করার উদ্দেশ্যে অবৈধভাবে যাওয়ার জন্য বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। তাদের নামে পাসপোর্ট আইনে থানায় মামলা হয়েছে।
বিবার্তা/রববানী/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]