
পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দীর্ঘা ইউনিয়ন পরিষদের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান আশুতোষ বেপারী ঢাকার আয়েশা মেমোরিয়াল বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় ঢাকার আয়েশা মেমোরিয়াল বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৮ বছর। তিনি মা ও এক বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন।
মৃতের পরিবার জানান, স্ট্রোকজনিত কারণে তিনি কয়েকদিন যাবৎ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
তবে তার মরদেহ এখনও নিজ বাড়িতে এসে পৌছায়নি বলে পরিবারটি নিশ্চিত করেন। এদিকে তার মৃত্যুতে এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে আসছে।
বিবার্তা/মশিউর/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]