
শান্তি শৃঙ্খলা বজায়, সামাজিক অবক্ষয় রোধ এবং আধুনিক রাণীনগর উপজেলা বিনির্মাণের লক্ষ্যে রাণীনগরে ইমাম মুয়াজ্জিনদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে নওগাঁর রাণীনগরে ইমাম মুয়াজ্জিনদের অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ইমাম মুয়াজ্জিন সমাবেশে বক্তারা বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তোলার উপড় গুরুত্বারোপ করে বলেন, সমাজে সববাসকারী সকল মানুষের অধিকার সমান। এই অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজ থেকে প্রতিটি অন্যায় ও অনাচার দূর করতে ইমামদের ভূমিকার কোন বিকল্প নেই।
সমাজ থেকে মাদক, জুয়া, বিভিন্ন অন্যায়, অবিচার, দখলবাজিসহ নানা অপকর্ম থেকে প্রতিটি মানুষকে দূরে রেখে সঠিক পথে ফিরে আনতে ইমাম ও মুয়াজ্জিনদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপজেলা ইমাম মুয়াজ্জিন সমিতির আয়োজনে সদরের উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, রাণীনগর উপজেলা ইমাম মুয়াজ্জিন সমিতির আহবায়ক কাজী মাও. মো. মোজাফ্ফর হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি আবু বক্কর সিদ্দিক।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মুফতি মো. রাশেদ ইলিয়াস (দা. বা.)।
এছাড়া রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল-ফারুক জেমস, জামায়াতী ইসলামী বাংলাদেশ রাণীনগর উপজেলা শাখার আমীর ডা. আনজীর হোসেন, সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস, শের-এ-বাংলা সরকারি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান দেওয়ান মতিউর রহমান স্বপন, পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাংবাদিক মুজাহিদ খাঁন, চকমুনু এতিমখানার মুহতামিম মুফতি আব্দুর রউফ, সিম্বা মাদ্রাসার মুহতামিম আলহাজ মো. আনোয়ার হোসেন প্রমুখ। সমাবেশে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানার প্রধানগন অংশগ্রহণ করেন।
বিবার্তা/সাহাজুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]