
দিনাজপুর সিনিয়র চীফ জুডিশিয়াল আমলী আদালত হাকিমপুরের নির্দেশে জেলার হাকিমপুর হিলিতে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগুনে পুড়ে নিহত মুনতাসীর ফাহিমের লাশ চার মাস আঠারো দিন পরে ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।
২৩ ডিসেম্বর, সোমবার সকাল ১১টার দিকে পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কবর থেকে জয়পুরহাট জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম ও হাকিমপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান এবং পাঁচবিবি থানা পুলিশের উপস্থিতিতে নিহত ফাইম এর মরদেহ কবর থেকে উত্তোলন করে পুলিশ।
গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আগুনে পুড়ে নিহত মুনতাসীর ফাইম পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুল মালেক মণ্ডলের ছেলে।
মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সুজন মিঞা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মোস্তাফিজুর রহমানসহ হাকিমপুর ও পাঁচবিবি থানার পুলিশ সদস্যরা।
মামলার তদন্তকারী কর্মকর্তা হাকিমপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হাকিমপুর থানার আসাদুজ্জামান সূর্য ও পার্শ্ববর্তী পাঁচবিবি থানার মুনতাসীর ফাইম নামে দুই জন শিক্ষার্থীর আগুনে পোড়া লাশ হাকিমপুর হিলি পৌরসভার সাবেক মেয়র জামিল হোসেন চলন্তর বাড়ি থেকে উদ্ধার করা হয়। সেসময় পুলিশের কর্মবিরতি চলায় ময়নাতদন্ত ছাড়ায় সূর্য ও ফাইম এর লাশ দাফন করেন তাদের পরিবার।
পরবর্তীতে গত ২২ অক্টোবর এ ব্যাপারে দিনাজপুর সিনিয়র চীফ জুডিশিয়াল আমলী আদালতে ফাইম এর বাবা আব্দুল মালেক মন্ডল বাদী হয়ে সাবেক মেয়র জামিল হোসেন চলন্ত, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ, সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকসহ ৬৫ জনের নাম উল্লেখ করে ও অপরিচিত ৯০-১০০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি বলেন, মামলার তদন্তের স্বার্থে সুরতহাল রিপোর্ট ও লাশের ময়নাতদন্তের জন্য পুলিশ আদালতে আবেদন করে। আদালত জয়পুরহাট জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম এর উপস্থিতিতে ফাহিমের মরদেহ উত্তোলন করার নির্দেশ দেন। তার উপস্থিতিতে আজ (সোমবার) কবর থেকে মরদেহ উত্তোলন করে সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
বিবার্তা/রব্বানী/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]