
দিনাজপুরের খানসামা উপজেলায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সরকারি সফরে আসছেন স্থানীয় সরকার,পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) মো. আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিক আহমেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সফরের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, এদিন দুপুরে খানসামায় হেলিকপ্টার যোগে উপস্থিত হয়ে উপজেলার অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এরপর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। সবশেষ উপজেলার পাকেরহাট গ্রোয়ার্স মার্কেটে জনসভায় উপস্থিত হয়ে খানসামা সফর শেষ করবেন উপদেষ্টা।
এদিকে উপদেষ্টার সফর ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসন। এছাড়াও উপদেষ্টার আগমন ঘিরে প্রস্তুতি গ্রহণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, মাননীয় উপদেষ্টার সফর ঘিরে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিক আহমেদ বলেন, উপদেষ্টা সরকারি সফরে খানসামা আসছেন এজন্য আমরা আনন্দিত। ইতঃপূর্বেই প্রশাসনের পক্ষ থেকে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি।
বিবার্তা/জামান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]