
পিরোজপুরের নাজিরপুরে ২ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এতে নাজিরপুর থানা পুলিশের এস আই সরোয়ার হোসেন অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার নাজিরপুর টু গোপালগঞ্জ মহাসড়কের চিথলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া উপজেলার জি-ক্যাম্প ১৪ ট্যাংকখালী হাকিম পাড়া এলাকার আনোয়ার আলীর পুত্র রোহিঙ্গা মনির আলম (৪০) এবং একই ক্যাম্পের জাহিদ হোসেনের পুত্র মোঃ শফিক (২১)।
পুলিশ সূত্র থেকে জানা যায়, তাহারা কি উদ্দেশ্যে আসছে বা কারা এনেছে সে বিষয় এখনও নিশ্চিত করা যাচ্ছে না তবে খতিয়ে দেখা হচ্ছে কাদের মাধ্যমে এখানে এসেছে এবং কেন আসছে।
এদিকে স্থানীয়রা জানান, ওই রোহিঙ্গা দুই যুবক পাসপোর্ট করার উদ্দেশ্যে পিরোজপুর পাসপোর্ট অফিসে যাওয়ার পথিমধ্যে আমরা তাদেরকে আটকে রাখি। আটকের সময় একজন রোহিঙ্গা দৌড়ে পালিয়ে যায় এবং তার সহযোগী ও পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় পুলিশ একজনের মোবাইল ফোন জব্দ করে।
এনিয়ে নাজিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহামুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাদের ক্যাম্পে প্রেরণ করেছি এবং তার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য চেষ্টা করছি।
এবিষয়ে পিরোজপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. আবুল কালাম আকন বলেন, পুলিশ চাইলে আইও বাদী হয়ে ৫৪ ধারায় মামলা নিয়ে আদালতে প্রেরণ করতে পারত। তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ যদি ক্যাম্পে ফেরত দিতে বলেন এটা তাদের বিষয়। যদিও উচিৎ ছিল পুলিশের মামলা নেওয়া কারণ তাহলে ওই চক্রকে আইনের আওতায় আনতে সহজ হতো।
এছাড়া পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, শুনেছি ১ লাখ টাকার বিনিময়ে একটি প্রতারক চক্র তাদের পাসপোর্ট করে দিবে বলে এনেছে। তাদের ৫৪ ধারায় চালান দেওয়া যেত, বার বার কোর্টে আসা-যাওয়া-স্বাক্ষী হাজির করা ঝামেলা তাই আমরা তাদের ক্যাম্পে প্রেরণ করে দিয়েছি। ওখান থেকে আর বের হতে পারবে না। প্রতারক চক্রদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/মশিউর/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]