
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে নাজিরপুর থানা পুলিশ।
২২ ডিসেম্বর, রবিবার সন্ধ্যার দিকে নাজিরপুর থানা পুলিশের এস আই সরোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাজিরপুর টু গোপালগঞ্জ মহাসড়কের চিথলিয়া এলাকা থেকে সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করেন।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া উপজেলার জি-ক্যাম্প ১৪ ট্যাংকখালী হাকিম পাড়া এলাকার আনোয়ার আলীর পুত্র রোহিঙ্গা মনির আলম (৪০) এবং একই ক্যাম্পের জাহিদ হোসেনের পুত্র মো. শফিক (২১)।
রাত ৮ টার দিকে নাজিরপুর থানায় প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।
প্রেস ব্রিফিং এ তিনি বলেন, তাহারা কি উদ্দেশ্যে আসছে বা কারা এনেছে সে বিষয় এখনও নিশ্চিত করা যাচ্ছে না, তবে কাদের মাধ্যমে এখানে এসেছে এবং কেন আসছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বিবার্তা/মশিউর/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]