
ইন্দুরকানী উপজেলা ৫ম কাব-ক্যাম্পুরী-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ৫ দিন ব্যাপী কাব-ক্যাম্পুরী উপজেলা শিক্ষা অফিসার ও স্কাউটসের সহ-সভাপতি মো আব্দুল হাকিমের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ খান মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় শুভ উদ্বোধন ঘোষণা করেন সভাপতি ইন্দুরকানী স্কাউটস,প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মাদ আলী।
২২ ডিসেম্বর, রবিবার বিকেলে বাংলাদেশ স্কাউটস ইন্দুরকানী উপজেলা শাখার উদ্যোগে এম ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ উদ্বোধন হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্কাউট্স ইন্দুরকানী শাখার সাধারণ সম্পাদক এম আহসানুল ছগীর, এমইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন গাজী, বাংলাদেশ স্কাউট্স ইন্দুরকানী শাখার কমিশনার এস এম লোকমান হোসেন, প্রোগ্রামার মো. সেকান্দার আলী খান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান খান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কে এম শামীম রেজাসহ ৩৯টি স্কুলের স্কাউটসের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]