
পিরোজপুরের কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দক্ষিন বাজার স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে কাউখালী প্রগতি স্পোটিং ক্লাব আয়োজিত সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অংশ নেয় দক্ষিন বাজার স্পোটিং ক্লাব ও সোনাকুর সমাজ কল্যান ক্লাব। খেলায় ট্রাইব্রেকারে ১-০ গোলে বিজয়ী হয় দক্ষিন বাজার স্পোটিং ক্লাব ।
ফাইনাল খেলার ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সোনাকুর সমাজ কল্যান ক্লাবের রাসেল,টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সোনাকুর ক্লাবের মাহিন ও সেরা গোলদাতা হয়েছেন কেউন্দিয়ার রাতুল।
খেলাকে ঘিরে স্কুল মাঠে খেলা দেখতে মাঠে জড়ো হয় হাজারো ফুটবল প্রেমি মানুষ। কানাই কানাই পরিপূর্ণ হয়ে যায় মাঠ।
টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা বিএনপির আহ্বায়ক এস.এম আহসান কবীরের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু, কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ,এম দ্বীন মোহাম্মদ,প্রগতি ক্লাবের উপদেষ্টা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক শাফিউল আযম দুলাল প্রমূখ।
এই ডে নাইট এই ফুটবল টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করে।
বিবার্তা/রবিন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]