হিলিতে এনআরবিসি ব্যাংকের উপশাখা উদ্বোধন
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:২০
হিলিতে এনআরবিসি ব্যাংকের উপশাখা উদ্বোধন
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় ব্যবসায়ীদের আমদানি রফতানি কার্যক্রম পরিচালনার সুবিধার্থে এনআরবিসি ব্যাংকের 'হাকিমপুর উপশাখা' উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে হিলি বন্দরের চারমাথা মসজিদের পূর্ব পার্শ্বে বাগদোড় প্লাজার দ্বিতীয় তলায় এ উপ-শাখার উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


হাকিমপুর হিলি এনআরবিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক জি এম কামরুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন এনআরবিসি ব্যাংকের জেলার পুলহাট শাখার ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার কাজী রেজাউল হক কায়েস।


এছাড়া আরও বক্তব্য রাখেন হিলি স্থলবন্দরের আমদানিকা-রফতানিকারক মোস্তাক হোসেন (মাস্টার), মো. জুয়েল হোসেন প্রমুখ।


এসময় উপস্থিত ছিলেন, হিলি বন্দর এলাকার আমদানিকারক ব্যবসায়ী বাবলু শেখ, হযরত আলী সরদার, নুর ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার বুলু, ব্যবসায়ী এনামুল হক তাজ, হাকিমপুর উপশাখার স্টাফ, সুধীজন ও গণমাধ্যম কর্মীসহ অনেকে। পরে ফিতা কেটে এ উপ শাখার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


বিবার্তা/রব্বানী/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com